Blog Details

Blog Details

বাংলাদেশের যাত্রীদের সৌদি আরব নিয়ে যাবে থাই এয়ারওয়েজ

Jul 31, 2022

প্রথমবারের মতো বাংলাদেশের যাত্রীদের সৌদি আরবের জেদ্দা নিয়ে যাবে থাইল্যান্ডের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ থাই এয়ারওয়েজ। সপ্তাহে ৪টি ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের ঢাকা থেকে জেদ্দা নেবে তারা। তবে এজন্য থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্টে কয়েক ঘণ্টার যাত্রাবিরতি (ট্রানজিট) থাকবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে চালু হতে পারে এই ফ্লাইট। রোববার (৩১ জুলাই) থাই এয়ারওয়েজ জানায়, বাংলাদেশ থেকে সপ্তাহে ৪ দিন ফ্লাইটে যাত্রীদের সৌদির জেদ্দায় নিয়ে যাবে থাই এয়ারওয়েজ। ঢাকা থেকে সপ্তাহের রোববার, সোমবার, বুধবার এবং শুক্রবার থাই এয়ারওয়েজ যাত্রী বহন করবে। জেদ্দা থেকে সপ্তাহের সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ঢাকায় যাত্রী নিয়ে ফ্লাইট নামবে। ঢাকা থেকে জেদ্দা যাওয়ার সময় যাত্রীদের ১ ঘণ্টা ৪৫ মিনিট ব্যাংকক বিমানবন্দরে অবস্থান করতে হবে। ফেরার সময় সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত ট্রানজিট থাকতে পারে। জেদ্দাগামী যাত্রীদের ঢাকা থেকে ব্যাংককের পথে বোয়িং ৭৭৭-২০০/২০০ ইআর এয়ারক্রাফট ব্যবহার করা হবে। ব্যাংকক থেকে জেদ্দা যাওয়ার সময় ব্যবহৃত হবে বোয়িং ৭৮৭-৮ মডেলের এয়ারক্রাফট। থাই এয়ারওয়েজ বাংলাদেশ জানায়, এই রুটে ইকোনমি ক্লাসের যাত্রীরা ২০ কেজি, ফ্লেক্সি ইকোনোমি ক্লাসের যাত্রীরা ৩০ কেজি এবং ফুল ফ্লেক্সি ইকোনোমি ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি লাগেজ নিতে পারবেন বাংলাদেশে একযুগেরও বেশি সময় ধরে ফ্লাইট পরিচালনা করা থাই এয়ারওয়েজ ২০২০ সালের মার্চে করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময় ঢাকার সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আবারো ফ্লাইট চালুর ঘোষণা দেয় তারা। প্রাথমিকভাবে ঢাকা থেকে ব্যাংকক রুটে সপ্তাহে ৩ দিন ফ্লাইট শুরু করে। বর্তমানে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে ৪-এ নিয়েছে এয়ারলাইন্সটি।